ইংরেজবাজার শহরের ফুলবাড়ী মোড় এলাকায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের বর্জ্য হাই ড্রেনে ফেলার অভিযোগ উঠল ইংরেজবাজার পুরসভা এলাকায়।

0
26

নিজস্ব সংবাদদাতা, মালদা:- একদিকে পুর পরিষেবা নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ইংরেজবাজার শহরের ফুলবাড়ী মোড় এলাকায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের বর্জ্য হাই ড্রেনে ফেলার অভিযোগ উঠল ইংরেজবাজার পুরসভা এলাকায়। ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক।
উল্লেখ্য, ইংরেজবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী মোড় এলাকায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসা কেন্দ্রের বর্জ্য হাইড্রেনে ফেলা হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করেনি। বাধ্য হয়ে স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ইংরেজবাজার পুরসভায় অভিযোগ দায়ের করতে চলেছেন।