ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোলাঘাটের নারায়নপাকুড়িয়াতে রুখে দিল নাবালিকার বিবাহ ।

0
23

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ – এবার নাবালিকার বিবাহ রুখে দিল পূর্ব মেদিনীপুর জেলার ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা, কোলাঘাট থানার অন্তর্গত নারায়নপাকুড়িয়াতে ১৭ বছরের নাবালিকার বিয়ে দিচ্ছে তার পরিবার, গোপন সূত্রে খবর পেয়ে ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা,সাথে সাথে খবর দেওয়া হয় কোলাঘাট বিডিও জেলা SDPO কে, এরপর জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের তৎপরতায় বন্ধ করা হয় ওই নাবালিকার বিয়ে,এই দিন স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে,পাশাপাশি ওই পরিবারের সদস্যের পাশাপাশি স্থানীয় মানুষজনকে নাবালিকার বিয়ে সম্বন্ধে সচেতন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য লক্ষণ সেন, কুন্দন সাহু,গণেশ রায় সহ অন্যান্য সদস্যরা, তবে স্বেচ্ছাসেবী সংস্থার এই কর্মকাণ্ড তে আপ্লুত এলাকার মানুষজন থেকে শুরু করে স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা।