কৃষকদের সমস্যা সমাধানের দাবিতে এদিন আলিপুরদুয়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ও ঐ এলাকার কৃষকরা।

0
21

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – শ্রীনাথপুর এলাকায় দুইশত জন কৃষক তারা বংশ পরম্পরায় নিজের জমিতে চাষাবাদ করত কিন্ত বর্তমানে তাদের চাষাবাদ করতে দিচ্ছেনা শ্রীনাথপুর চা বাগান কতৃপক্ষ এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে এই অভিযোগে এবং কৃষকদের সমস্যা সমাধানের দাবিতে এদিন আলিপুরদুয়ার জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ও ঐ এলাকার কৃষকরা।
এদিন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যরা ও কৃষকরা মিছিল করে এসে আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যায় জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করতে আসে ডুয়ার্সকন্যার সামনে পুলিশ বেরিকেট দিয়ে তাদের আটকে দেয়।