পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অফিস কক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৮২ জন রক্তদাতা রক্তদান করেন, জানা গিয়েছে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ দেওয়া হয়,এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির জয়প্রকাশ লোধা,সম্পাদক দেবাশীষ মূলা ও অভিজিৎ খান,কোষাধক্ষ্য সমর দত্ত,গোরাচাঁদ দে সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা, এইদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ এবং বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট বর্গ,তবে আগামীদিনেও এই ধরনের সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে ব্যবসায়িক সমিতির তরফে জানানো হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অফিস কক্ষে রক্তদান শিবিরের আয়োজন ।