বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বক্সিরহাট থানার পুলিশ।

0
32

মনিরুল হক, কোচবিহারঃ- বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বক্সিরহাট থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর সবুজ সংঘ সংলগ্ন এলাকায় অভিযান চালায় ওই ব্যক্তিকে আটক করেন। পড়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৫৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি টিভিএস এপাচি মোটর সাইকেল।
বক্সিরহাট থানা সূত্রে খবর গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম, জমসের আলী। তার বাড়ি বক্সিরহাট থানার অন্তর্গত ভানুকুমারী ৩নং এলাকায়। এদিকে ওই ব্যক্তিকে গ্রেফতার করার সময় সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিও দালাকি লামা,সার্কেল ইন্সপেক্টর সদর সঞ্জয় কুমার দাস এবং বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত অধিকারী মোহম্মদ সাহবাজ।
কোচবিহার জেলা পুলিশ সুপার দূতিমান ভট্টাচার্য জানিয়েছেন, মূলত আসাম থেকে বক্সিরহাটের প্রবেশের সময় তাকেই সেখানে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।