মাল গাড়ির ইঞ্জিনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভে ।

0
18

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – মাল গাড়ির ইঞ্জিনে আগুন ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভে । মাল গাড়ির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটলো, শনিবার হাওড়ার বালিটিকুড়ি শেখ পাড়ার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আচমকাই দেখা যায় ইঞ্জিন থেকে কালো ধোয়া বেরোতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার স্থানীয় ক্লাবের সদস্যরা ও বাসিন্দারা আগুন নেভাবার কাজে প্রাথমিকভাবে হাত লাগিয়েছিলেন। দাসনগর থানায় খবর গেলে দমকল কর্মীরা ছুটে আসেন এবং আগুন নেভাবার কাজে হাত লাগান । প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের আধিকারিক জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুটি ইঞ্জিন কাজ করে, তবে রাস্তা সরু থাকার জন্য বেশ বেগ পেতে হয়েছিল কাজ করতে । আশপাশের জলের উৎস থাকলেও রেললাইন থাকার জন্য জল নেওয়া সম্ভব হয়নি। তবে আশপাশের লোকজন সাবমার্সাল থেকে জল দিয়ে সাহায্য করেছেন । এই ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান ভট্ট নগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিলো। ওই মালগাড়ির সঙ্গে দুটি ইঞ্জিন ছিলো। আচমকাই তারই একটিতে আগুন লাগে। যদিও কিভাবে ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান তিনি।
এখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনার স্মৃতি মুছে যায়নি তার মধ্যেই আবারো রেলের এই দুর্ঘটনা । বারবার রেলের দুর্ঘটনা রেলের গাফিলতির দিক মনে করছেন অনেকেই