পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের চাঠরা কুঞ্জরানী বানিভবন স্কুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে নবম শ্রেণীর ছাত্রকে আঘাত করার অভিযোগ নবম শ্রেণীর আরেক সহপাঠীর বিরুদ্ধে। জানা যায় স্কুল ব্যাগে করে এক ছাত্র সার্জিক্যাল ব্লেডের মতো এক অস্ত্র নিয়ে স্কুলে আসে সেক সোয়েল নামে এক ছাত্র, ক্লাসের মধ্যেই সহপাঠী দেবব্রত দন্ডপাটের সাথে অভিযুক্ত ছাত্রের কথা কাটাকাটি হয়, তার মধ্যেই ওই সার্জি ক্যাল ব্লেড ব্যাগ থেকে বের করে দেবব্রত দন্ডপাট নামে ওই ছাত্রের গলায় আঘাত করার চেষ্টা করলে কোনো রকম নিজেকে সরিয়ে নিলে চোয়ালের ওপর আঘাত লাগে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়। তবে বরাত জোর প্রানে বেঁচে যায় ওই ছাত্র। তবে স্কুলের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে এল কি ভাবে তা নিয়েই উঠছে প্রশ্ন।
সেই মোতাবেক আজ ওই স্কুলের সামনে রীতি মতো বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবকেরা। অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে আইনত ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিক্ষোভরত অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে তমলুক থানার পুলিশ। তবে অভিযুক্ত ওই ছাত্রকে টিসি দেওয়া হয় বলে জানা যায়। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান ওই স্কুলের প্রধান শিক্ষক।
Home রাজ্য দক্ষিণ বাংলা সার্জিক্যাল ব্লেড দিয়ে নবম শ্রেণীর ছাত্রকে আঘাত করার অভিযোগ নবম শ্রেণীর আরেক...