স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা স্বার্থে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সাঁকরাইল থানা এরিয়ার স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন সাঁকরাইল থানার প্রশাসন।

0
36

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা স্বার্থে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সাঁকরাইল থানা এরিয়ার স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন সাঁকরাইল থানার প্রশাসন। সাঁকরাইল দরগাতলা অনিন্দিতা অঙ্কিতা ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয় । বেশ কিছুদিন আগে হাওড়া ডোমজুরে দিনের আলোয় আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতি করেন লুঠ করে নিয়ে যায় দোকানের সমস্ত অলংকার । সেই ঘটনার এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজ্যে পর পর বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতির মতো ঘটনা ঘটছে অহরহ। দুষ্কৃতীদের টার্গেট এখন সোনার দোকান । তাই এইবার আগেভাগে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে আগাম সতর্কতা মূলক পদক্ষেপ কি কি নেওয়া যায় সেই বিষয়ে আলোচনায় বসলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সাঁকরাইল এলাকার স্বপ্ন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে। সেই ব্যাবস্থা যদি পালন করেন স্বর্ণ ব্যবসায়ীরা তাহলে কোন কারণে যদি অঘটন ঘটে দুষ্কৃতীদের ধরতে অনেক সুবিধা হবে । তবে এই ধরনের আগাম প্রশাসনের উদ্যোগকে স্বর্ণ ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো, সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, সহ হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।