পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় সড়কে যাত্রী বোঝাই অটোর সঙ্গে সংঘর্ষ পেট্রোল ট্যাংকারের, মৃত এক আহত প্রায় ১১জন, ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালিবাগিচা এলাকায় জাতীয় সড়কের উপর, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোররাতে পেট্রোল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ যাত্রী বোঝাই অটোর সাথে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার। আহত হয় প্রায় ১১ জন। মৃত মহিলার নাম গীতা সামন্ত বয়স আনুমানিক ৫৬ বাড়ি পলাশী এলাকায়। জানা যায়, খড়্গপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে বেলদার দিকে আসছিল যাত্রী বোঝাই অটো ও পেট্রল ট্যাঙ্কার। হঠাৎই কালি বাগিচা এলাকায় জাতীয় সড়কের উপর যাত্রীবোঝাই অটো ও পেট্রল ট্যাঙ্করের সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুছড়ে যায় অটো। অটোতে থাকা এক মহিলা যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। আহত হন প্রায় ১১ জন পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পথ দূর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা জাতীয় সড়কে যাত্রী বোঝাই অটোর সঙ্গে সংঘর্ষ পেট্রোল ট্যাংকারের, মৃত এক আহত...