পঞ্চম শ্রেণীর ছাত্রের স্কুল থেকে বাইসাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ত্রিমোহিনী এলাকায়।

0
26

হিলি,দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-
মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পাওয়া খবর অনুযায়ী, হিলি ব্লকের ৩নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি সাইকেল চুরি হয়ে যায়। আরো জানা যায় পঞ্চম শ্রেণীর ছাত্র সৌরভ দাসের
সাইকেল চুরি হয়ে যায় ।।প্রত্যেক দিনের মতো আজও সাইকেলে করে বিদ্যালয়ে আসে ঐ খুদে স্কুল পড়ুয়া। এরপর ছুটির সময় দেখা যায় তার সাইকেলটি নেই। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজ খবর চালানোর পরও স্কুলচত্বর থেকে ওই সাইকেল টিকে আর পাওয়া যায়নি।
ওই ছাত্রের বাড়ি হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই গ্রামে।

এরপর ওই স্কুল পড়ুয়ার বাবা অলক দাস স্থানীয় হিলি থানায় অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ বলে সূত্রের খবর । তবে ত্রিমোহিনী শহরের তিন কোনা মোড় তথা ট্রাফিক মোড়ের সামনে ত্রিমোহিনী স্কুল থেকে কিভাবে সাইকেল চুরি হলো? সে নিয়ে প্রশ্ন তুলছেন ওই সাইকেল হারিয়ে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রের বাবা।পাশাপাশি তিনি জানান কিছুদিন আগেও আরেকটি সাইকেল চুরি হয় স্কুল চত্বর থেকে।

এ বিষয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন এবং দ্রুত যাতে প্রশাসন সাইকেল চোরকে ধরে সাইকেল ফিরিয়ে দেয়, সে বিষয়ে তিনি সোচ্চার হোন ।