পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে হকারদের অধীনেই চলে গেছে চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড।

0
25

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। একাধিক জায়গায় সরকারি জমি হকারদের দখলে চলে যাচ্ছে,রাজ্যের একাধিক ফুটপাত অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী, কলকাতা সহ জেলা জুড়ে চলছে হকার উচ্ছেদ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে ছবিটা অন্য। হকারদের অধীনেই চলে গেছে চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। বাস ঢোকা বন্ধ রয়েছে এক বছর ধরে। বাসস্ট্যান্ডের সম্পূর্ণ জায়গা ফল দোকান এবং ফুটপাত দখল হয়েছে একাধিক দোকানে, চন্দ্রকোনারোড বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না এই বাস স্ট্যান্ড সম্পূর্ণরূপে খালি করা হবে বাস ঢোকাবে না অ্যাসোসিয়েশন বাসস্ট্যান্ডে। যার ফলে এক বছর ধরে সংস্কারের পরেও মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও বাস স্ট্যান্ড সচল করা গেল না,ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ, রাস্তার উপরে দাঁড়িয়ে দূরপাল্লার বাসে উঠছেন তারা বা অপেক্ষা করতে হচ্ছে তাদের, যার ফলে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষজন, কবে চালু হবে সেন্ট্রাল বাসস্ট্যান্ড। কেন সরকারের আধিকারিকরা কোনভাবেই এই বাসস্ট্যান্ড চালু করতে সক্ষম হচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।