ফের বালুরঘাট খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিকল।

0
31

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ফের বালুরঘাট খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বিকল। বিক্ষোভ আন্দোলন বিজেপির। এদিন সকালে বিজেপির বালুরঘাট শহর মন্ডল এর পক্ষ থেকে শ্মশানের বৈদ্যুতিক চুল্লির গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বালুরঘাট পৌর এলাকার খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি গঠনগত ত্রুটি সারিয়ে তোলার জন্য ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল। চলতি মাসের ১২ তারিখ থেকে ৩৬ লক্ষ টাকা ব্যয় করে নতুন করে সারিয়ে তোলা হয় চুল্লি টি। এরপর শহর জুড়ে পৌরসভার পক্ষ থেকে লাগাতার প্রচার করা হয় চুল্লি নতুন করে কাজ করছে। এই কথা জানিয়ে এরপর মাত্র দুই সপ্তাহ কেটেছে, বেশ কিছু মৃতদেহ পোড়ানো হয়েছে চুল্লিতে। কিন্তু সোমবার দুপুর থেকে আর মৃতদেহ পোড়ানো যায়নি এই চুল্লিতে। জানা গিয়েছে, পর্যাপ্ত হিট ধরে রাখতে পারছে না বৈদ্যুতিক চুল্লি। যে কারণে ওপেন চুল্লিতে কাঠ দিয়ে পোড়ানোর ব্যবস্থা করতে হয় শেষ পর্যন্ত। এর ফলে মৃতদেহ দাহ করতে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় বিজেপি।

যদিও বালুঘাট পুরসভার পক্ষ থেকে বৈদ্যুতিক চুল্লি দ্রুত মেরামতের আশ্বাস দেয়া হয়েছে।