বিজেপি নেতা রতন বর্মণের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে।

0
29

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা ২৭ জুনঃ বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি এলাকায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
জানা গিয়েছে,ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিজেপির দিনহাটা ১ নম্বর মন্ডল সাধারণ সম্পাদক রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। যদিও ভাঙচুরের ঘটনার সময় রতন বর্মন না থাকলেও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতেই ছিলেন। ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি-এর সভাপতি অনন্ত বর্মন।
তিনি বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। আর তৃণমূল কংগ্রেসের কেউ এসবের সঙ্গে জড়িত নেই। আমরা চাই ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা শান্তিতে থাকুক। তবে বিজেপি তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ দিয়ে এলাকাকে অশান্ত করছে। অনন্ত বাবু আরও বলেন, বিজেপি নেতারা প্রচারে আসার চেষ্টায় এসব মিথ্যে অভিযোগ করছে।
উল্লেখ্য, কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক পরাজিত হবার পর থেকেই রতন বর্মন সহ বেশ কিছু বিজেপি নেতা কর্মীরা বাড়িতে নেই। বুধবার রাতে ওই বিজেপি নেতা রতন বর্মন বাড়িতে না থাকলেও পরিবারের সদস্যরা থাকাকালীন ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি-এর সভাপতি অনন্ত বর্মন।