মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পর হলদিয়া শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু।

0
17

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া । শহরে বিভিন্ন রাস্তার মোড় , হসপিটালের সামনে , বিভিন্ন কারখানার সামনে অবাঞ্ছিত দোকান গজিয়ে উঠেছে । হলদিয়া টাউনশিপের স্টেট ব্যাংক ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হলদিয়া পোর্টের জায়গা দখল করে যারা অবৈধভাবে বাড়ি ও দোকান তৈরি করে আছেন তাদের ২৭শে জুনের মধ্যে খালি করে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাইকিং করে এই দিন জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে অনেকে নিজেরা ঘর ভেঙে নিতে শুরু করেছেন।
হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আদানী কারখানার সামনে অবৈধ গজিয়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয় । উপস্থিত ছিলেন হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার , ভবানীপুর থানার ওসি ইমরান মোল্লা ও বিশাল পুলিশ বাহিনী রেপ ।পাশাপাশি মাইকিং করে ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে।