যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি কে মেরামত করা হয়।

0
60

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  যন্ত্রের যন্ত্রণা সত্যিই বেদনাদায়ক। শহর কে সুন্দর্যায়ন করার লক্ষে বালুরঘাট পৌরসভা সূত্রে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে বসানো হয়েছিলো জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি! , শহরের একদম মাঝ বরাবর এই ঘড়ি বসানো আছে, যা জিপিএস মাধ্যমে শহর বাসীকে বর্তমান সময় দেখায়। তবে সম্প্রতি আবহাওয়া পরিবর্তন হওয়ার ফলে সেই জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি সময় ভুল দেখানো শুরু করে। উল্লেখ্য আবহাওয়ার পরিবর্তনের ফলে এমন টা ঘটেছে বলে বালুরঘাট পৌরসভা সূত্রে জানা যায়। যার দরুন অসুবিধেয় পড়তে হয় বাস যাত্রীদের।এমত অবস্থায় এই খবর বালুরঘাট পৌরসভা পর্যন্ত পৌঁছানো মাত্রই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সেই জিপিএস পরিচালিত এনালগ ঘড়ি কে মেরামত করা হয়। জানাযায় সম্প্রতি আবহাওয়ার পরিবর্তন ঘটেছে যার জন্য এমনটা হয়েছে তবে বর্তমানে ঠিক করে ফেলা হয়েছে। আবারো সঠিক সময় দেখানো শুরু করেছে এই ঘড়ি।