রথযাত্রার আগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তাল তপন রাধা গোবিন্দ মন্দির চত্বর।

0
53

তপন, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রথযাত্রার আগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তাল তপন রাধা গোবিন্দ মন্দির চত্বর। মন্দিরের কর্মী তথা আদিবাসী যুবককে মারধরের ঘটনায় মন্দিরের মহারাজ প্রবোধ ধরের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের।বৃহস্পতিবার তপন চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী মানুষজন। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তপন চৌরঙ্গী এলাকায়।কার্যত বনধের রূপ নেয় তপন চৌরঙ্গী এলাকা।বন্ধ করে দেওয়া হয় চৌপতি এলাকার সমস্ত দোকানপাট।

প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষে কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দিরের মহারাজের সাথে অন্যান্য সদস্যদের বিবাদ বাঁধে। অভিযোগ বুধবার বহিরাগতদের সাথে নিয়ে তপন রাধাগোবিন্দ মন্দিরে যান মহারাজ প্রবোধ ধর। সেই সময় মন্দিরের কর্মী বিপুল ওরাওকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের তীরে মহারাজের দিকে। ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে সামিল হন আদিবাসী মানুষজন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে গেলেও বৃহস্পতিবার ফের বিক্ষোভে শামিল হন আদিবাসী মানুষজন। তপন চৌরঙ্গী এলাকায় করা হয় পথ অবরোধ। দীর্ঘক্ষণ পর মন্দিরের মহারাজকে নিয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ প্রশাসন। এরপরেই অবরোধ তুলে নেয় তারা। সেইসঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরে মীমাংসার ব্যবস্থা করে পুলিশ।