অতিরিক্ত গরমে কাঁঠালের বিক্রি কম,চিন্তায় বিক্রেতাদের।

0
30

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কাঁঠালের বিপুল সমাগম হলেও অতিরিক্ত গরমের কারণে তেমন বিক্রি নেই। এতে হতাশ হয়ে পড়ছেন বিক্রেতারা। তবে বৃষ্টি শুরু হলে চাহিদা কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জ্যৈষ্ঠের শুরু থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করে কাঁঠাল। প্রতিদিন শহরের ফল বাজারে দেখা যায় বিভিন্ন ধরনের ফল। তারমধ্যে কাঁঠাল থাকে। আম, কলা, লীচু প্রভৃতি বিক্রি হলেও কাঁঠাল সেই ভাবে বিক্রি হচ্ছে না। নদীয়া, মুর্শীদাবাদ সহ রাজ্যের বেশ কিছু জেলার চাষি কাঁঠাল নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল সহ জেলার বিভিন্ন প্রান্তে কাঁঠালের আড়ত বসিয়েছে। গত তিন চারদিন আগে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বড় মাপের কাঁঠালের আড়ত বসেছে। প্রতি বছর এই সময় কম বেশি কাঁঠাল বিক্রি হতো। কিন্তু এবছর এখনো বিক্রি হয়নি। বিক্রেতারা জানাচ্ছেন, দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির দেখা নেই ফলে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। বিক্রি না হওয়ায় কাঁঠাল শুকনো হয়ে আচ্ছে। খুব চিন্তা হচ্ছে। কবে বৃষ্টি নামবে আর ক্রেতার দেখা মিলবে সেই আশায় দিন কাটাচ্ছি।
আষাঢ় মাস মানেই আম কাঁঠাল। ফল বাজারের পাশাপাশি মেলা এলাকায় কাঁঠালের আড়ত বসে। সামনেই মহিষাদলের প্রাচীন রথ। তাই আগে থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁঠাল বিক্রেতারা তাদের কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন কিন্তু বিক্রি না হওয়ায় খুব চিন্তায় বিক্রেতারা। মহিষাদলে কাঁঠালেত আড়তে ৫০ টাকা থেকে ৫০০/৬০০ টাকা দামের কাঁঠাল পাওয়া যাচ্ছে। সারি সারি কাঁঠালের সম্ভার থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের।