কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক।

0
26

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক।শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র।প্রশাসনিক আধিকারিকদের কে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই।আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের।অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তেলজান্না স্লুইসগেট এলাকার প্রায় শতাধিক কৃষক,কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না।তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে।এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন স্লুইসগেট এলাকার কয়েকজন চাষি।খবর প্রকাশিত হওয়ার পরেই আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর ২ এর বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য।তদন্তের পথ তাঁরা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল।যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকে স্বীকার করেছেন টাকা পাচ্ছেন।

হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক প্রভার উৎপল আচার্য বলেন,আমরা সংবাদ মাধ্যমে খবর পেয়েছিলাম যে কৃষকরা নাকি তাদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না।তাই আজ আমরা বিষয়টি সরজমিনে দেখতে আসি। আমরা এখানে এসে জানতে পারি যে কৃষকদের আইডি ঠিক আছে এবং কি তারা ন্যায্য টাকাও পাচ্ছে।স্থানীয় এক সিএসপির মালিক কৃষকদের ডেকে হাতে কাগজ ধরিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে কৃষকদের নিয়ে।আমরা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।