জেলা ব্যবসায়িক সমিতির উদ্যোগে,এদিন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির ৩৮ তম বার্ষিক সম্মলন ও পাকুয়াহাট ব্যবসায় সমিতির বোর্ড গঠনঅনুষ্ঠিত হয়পাকুহাট ব্লক কমিউনিটি হলে।

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদা—-জেলা ব্যবসায়িক সমিতির উদ্যোগে,এদিন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির ৩৮ তম বার্ষিক সম্মলন ও পাকুয়াহাট ব্যবসায় সমিতির বোর্ড গঠনঅনুষ্ঠিত হয়পাকুহাট ব্লক কমিউনিটি হলে।পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সকল দোকানদার একত্রিত হয়ে পাকুয়াহাট এলাকায় একটি র‍্যালির মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করে এলাকার সকল দোকানদার এই র‍্যালিতে যোগদান করে পরে সেখান থেকে পাকুয়াহাট ব্লক কমিউনিটি হলে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান শুরুতে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও বরণ করার পরে প্রদীপ জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্যে মধ্যে দিয়ে এই আলোচনা সভা শুরু হয়। এই আলোচনা মধ্যে দিয়ে পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়িক মহলের বিভিন্ন দোকানদারেরা।বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ী তাদের সমস্যা তুলে ধরেন এছাড়া জিএসটি gst নিয়ে আলোচনা করা হয় এবং যেভাবে চুরিও ডাকাতি বাড়ছে বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে জানাবেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু। এদিন উপস্থিত ছিলেন -মালদা মার্কেন্ট চেম্বারের কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ড, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক কল্লোল ব্যানার্জি, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস বোস ও অন্যান্য ব্যবসায়ী  গণ