তুফানগঞ্জে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পাম্পের মিটার বক্সে আগুন, চাঞ্চল্য।

0
40

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ২৮ জুনঃ – শর্ট সার্কিট থেকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পাম্পের মিটার বক্সে আগুন। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। শুক্রবার তুফানগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মদনমোহন বাড়ি সংলগ্ন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অধীন ৬নং পাম্পের মিটার বক্সে। ওই ঘটনার খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক মিনিটের চেষ্টায় ওই আগুন নেভান দমকলের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কর্তব্যরত কর্মী রাজা চক্রবর্তী প্রতিদিনের মতো পাম্প ওয়াশ করতে আসেন। সেখানে পাম চালিয়ে কিছুক্ষণ পর তিনি ভেতরে বসে ছিলেন। এরপর ভেতরে থাকা সেই মিটার বক্স থেকে সাদা ধোয়া বের হয়। আর সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের কর্মীরা।
তবে দমকল কর্মীদের অনুমান, শট সার্কিটের কারনে ওই আগুন লাগতে পারে। তবে সঠিক সময় না এলে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতো বলে জানান তারা।