দক্ষিণ দিনাজপুর: রাজ্য সরকারের সেচ দপ্তর রাজি থাকলে নদী বাধ মেরামত করতে কেন্দ্র থেকে টাকা আনতে চান বিধায়ক।

0
28

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর: রাজ্য সরকারের সেচ দপ্তর রাজি থাকলে নদী বাধ মেরামত করতে কেন্দ্র থেকে টাকা আনতে চান বিধায়ক। গঙ্গারামপুর বিধানসভা এলাকার নদী বাধের সমস্যা সমাধান করতে এবার দিল্লীতে সেচ দপ্তরের কাছে দ্বরবার করতে চলেছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উল্লেখ পুনর্ভবা নদীর জলস্তর বেড়ে নদী পাড় উপচে প্লাবিত হয়েছে গঙ্গারামপুর বিধানসভার তপন ব্লকের বাসুরিয়া গ্রাম। গ্রামে জল ঢোকায় ক্ষতি হয়েছে চাষবাসে – মৎস্যচাষে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বক্তব্য নদীর জলস্তর বৃদ্ধি হয়ে গ্রামে জল ঢোকার সমস্যা তাদের দীর্ঘদিনের। গ্রামবাসীদের বক্তব্য সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় অন্তর বাধ মেরামত করা প্রয়োজন রয়েছে৷ জানা গেছে বাসুরিয়া ছাড়াও সুতল, কসবা বাদর সহ গঙ্গারামপুর বিধানসভার একাধিক এলাকার নদীবাধ বোল্ডার পাথর দ্বারা পাইলিং করার প্রয়োজন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের এই সমস্যা প্রসঙ্গে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান গঙ্গারামপুর বিধানসভা এলাকার নদী বাধের সমস্যা নিয়ে তিনি বিধানসভাতে প্রশ্ন তুলেছিলেন। সে সময় রাজ্যের সেচ মন্ত্রী তাকে আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি নদী বাধ বোল্ডার পাথর দিয়ে পাইলিং করা হবে। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই একাধিক দূর্বল বাধ এলাকাগুলি চিহ্নিত করে সেগুলি বোল্ডার পাথর দিয়ে মেরামত করার জন্য তিনি সেচ দপ্তরের কাছে আবেদন করেছেন। পাশাপাশি রাজ্যের সেচ দপ্তর রাজি থাকলে তিনি কেন্দ্রের সেচ দপ্তরের কাছ থেকে টাকা আনতে চান বলেও জানান। বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানিয়েছেন তিনি সোমবার দিল্লীর উদ্দেশ্যে রওনা হবেন।