বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের, ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মোহনপুরে।

0
74

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত মোহনপুরের মাতকাতপুর এলাকায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মোহনপুর এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুর থেকে করকাই এলাকায় বাইকে করে যাচ্ছিলেন হরিপদ রাউত নামে এক ব্যক্তি। মাতকাতপুরের চকে সিগনাল পয়েন্টে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এক বালি বোঝায় ডাম্পার তাকে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনার পরেই উত্তেজিত জনতা ওই বালি গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকা। সাথে সাথেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে হাসপাতালে। সাত সকালে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।