রাইসমিল হার্ট এলাকা থেকে শুরু করে,হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগিয়ে বিজ্ঞপ্তি।

0
26

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —পুকুর ভরাট নিয়ে যখন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,করা ব্যবস্থা নিচ্ছে সেই নিয়ম মেনে এদিন দেখা গেল মালদহের হবিবপুর ব্লকেরভূমি ওভুমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তারফদার সহ অন্যান্য আধিকারিকেরা ,এদিন রাইসমিল হার্ট এলাকা থেকে শুরু করে,হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগিয়ে বিজ্ঞপ্তি দিতে।সেই পোস্টারে লেখা রয়েছে,পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইন ১৯৫৫-এর ৪ঘ(4D)ধারা এবং পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ মৎস্য (সংশোধনীয়) আইন ১৯৯৩ এর ১৭ক (17A) ধারা অনুযায়ী জলাভূমি ভরাট আইনেত দন্দনীয় অপরাধ ও কঠোর শাস্তিযোগ্য,এমনি পোস্টার লাগানো হচ্ছে জেলা প্রশাসন তরফে তথা হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে।