শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে এবং ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষকে সচেতন করতে রক্তদান শিবির।

0
37

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-বিদায় বেলা নয়া উদ্যোগ,শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে এবং ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষকে সচেতন করতে রক্তদান শিবির।বামনগোলা উচ্চ বিদ্যালয় শিক্ষক বিশ্বনাথ মন্ডলের অবসরকালীন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হলো শুক্রবার। উল্লেখ্য দীর্ঘ ৩৫ বছর ধরে বামনগোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন শিক্ষক বিশ্বনাথ মন্ডল। সেই পরিপ্রেক্ষিতে স্কুলের পক্ষ থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা ফুলের তোড়া দিয়ে ঐ শিক্ষকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই পাশাপাশি বিশ্বনাথ মন্ডলের অবসরকালীন বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক করে বিদায় সংবর্ধনা দেওয়া হয় বামনগোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ মন্ডল কে।