এস.ইউ.সি.আই সমর্থিত এ.আই.ডি.এস.ও-র বিক্ষোভ ও জেলাশাসককে ডেপুটেশন কর্মসূচী ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হলো বাঁকুড়ায়।

0
20

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  এস.ইউ.সি.আই সমর্থিত এ.আই.ডি.এস.ও-র বিক্ষোভ ও জেলাশাসককে ডেপুটেশন কর্মসূচী ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হলো বাঁকুড়ায়। ওই সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকায়। আন্দোলনকারী ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের।

আন্দোলনকারী এ.আই.ডি.এস.ও-র তরফে বলা হয়েছে, জাতীয় শিক্ষা নীতি-২০২৩, রাজ্য শিক্ষানীতি-২০২৩, চার বছরের ডিগ্রী কোর্স ও বিদ্যালয় স্তরে সেমিস্টার প্রথা বাতিল সহ সমস্ত শূণ্য পদে নিয়োগ, গণপরিবহনে ছাত্র ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা, নিট এবং নেট দূর্ণীতিতে যুক্তদের শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।