কুশমন্ডি ব্লকে বড়োগছি প্রাথমিক বিদ্যালয় প্রচন্ড গরমে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না থাকায় ক্লাস চলাকালীন মাথা ঘুরে অসুস্থ্য হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র।

0
26

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুর ঃ-কুশমন্ডি ব্লকে বড়োগছি প্রাথমিক বিদ্যালয় প্রচন্ড গরমে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না থাকায় ক্লাস চলাকালীন মাথা ঘুরে অসুস্থ্য হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র হাসান আলী এলাকায় চাঞ্চল্য। তড়িঘড়ি বড়গছি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় ও সহকারী শিক্ষক সৌমেন পাল উদ্যোগে অসুস্থ্য ছাত্রটিকে মাথায় জল ঢেলে সুস্থ্য করলেন এবং নজির গড়লেন। এই বিষয়ে বড়গছি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় বলে বরংবার বিদ্যুৎ যাচ্ছে আসচ্ছে বিদ্যুৎ সঠিক পরিষেবা না থাকায় ও প্রচন্ড গরমে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন হাসান আলী । এরপর জল মাথা ঢেলে বাতাস করে দেওয়া সুস্থ্য হয়েছে বলে জানান । এই বিষয়ে এক ছাত্রী বলেন বিদুৎ না থাকার কারনে ছাত্র হাসান আলীর অসুস্থ হয়ে পড়ে। এই বিষয়ে সহকারী শিক্ষক সৌমেন পাল বলেন বড়গাছি প্রাথমিক বিদ্যালয় প্রায় দু’ঘণ্টা ধরে বিদ্যুৎ ছিল না প্রচন্ড গরমে ক্লাস চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র হাসান আলী। স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় সুস্থ্য হয়ে ওঠে। বড়গছি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা দের ধন্যবাদ জানান গ্ৰামের মানুষ জনেরা । বাইট- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় ২) সহকারী শিক্ষক সৌমেন পাল ৩ ) ছাত্রী। “। ‌‌।