নাজির গঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিসের তৎপরতায় বেআইনি পার্কিং বন্ধ হল নাজিমগঞ্জ ফেরিঘাটের পাশে।

0
27

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – নাজির গঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিসের তৎপরতায় বেআইনি পার্কিং বন্ধ হল নাজিমগঞ্জ ফেরিঘাটের পাশে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং রাস্তার ফুটপাত জবরদখল মুক্ত করতে তৎপর প্রশাসন সেইমতো নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হস্তক্ষেপে বেআইনি পার্কিং বন্ধ হয়ে গেল। নাজিরগঞ্জ ফেরিঘাটের পাশেই একটি মাজার আছে, সেই মাজারের খালি জমিতে বেআইনি পার্কিং করে লাখ লাখ টাকা মুনাফা করছে । নাজিরগঞ্জ ফেরি ঘাট থেকে ওস্তাগাররা শনিবার ও রবিবার গঙ্গা পেরিয়ে মেটিয়াব্রুজে ব্যবসা করতে যান তাদের বাইক এই জায়গাতেই রেখে যান। তার মূল্য দিতে হত ৩০ থেকে ৪০ টাকা। এইভাবেই ২০১০ সাল থেকে বেআইনি পার্কিং করে লক্ষ লক্ষ টাকা একজনের পকেটে যাচ্ছে এমনটাই অভিযোগ করলেন এলাকার এক বাসিন্দা। মাজারের আশপাশের জায়গাটিতে এই ভাবে পার্কিং করে মুনাফা করছেন একজন । মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছে সঠিক পদক্ষেপ নিয়েছেন। গতকাল নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার এই বেআইনি পার্কিং বন্ধের জন্য নির্দেশ দিয়ে যান সেই মতন আজ শনিবার পার্কিং বন্ধ । মাজার কমিটির তরফ থেকে গেটের সামনে তারাও নো পার্কিংয়ের পোস্টার লাগিয়ে দেয়। আজ থেকে ওই জায়গায় যে পার্কিং বন্ধ অনেক ওস্তাগার জানতেন না তাই তাদের আজ অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে প্রথম দিনে। তবে মুখ্যমন্ত্রীর যে কড়া নির্দেশ এরপরে নাজিরগঞ্জ ফেরিঘাটের কাছে বেআইনি পার্কিং বন্ধ করতে সক্ষম হয়েছেন ।
মন্ত্রী অরূপ রায় সকল বিধায়কদের পুলিশ কমিশনার ও পৌরনিগমের প্রশাসক মন্ডলের চেয়ারম্যান কে নিয়ে একটি বৈঠক করেন, সেই বৈঠকে বেআইনি পার্কিং, বেআইনি নির্মাণ,করা বেআইনি জলাশয় ভরাট, নিয়ে বার্তা দেন অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ হবে এবং তা করার ব্যবস্থাও নেওয়া হবে। তারপরেই আজ নাজিরগঞ্জ ফেরি ঘাটে এলাকায় পার্কিং বন্ধ হয়ে গেল।