ফুলহর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ও বিডিও।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা :— ফুলহর নদী
ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ও বিডিও।
হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিও কে তাড়া করলেন গ্রামের মহিলারা।নৌকায় উঠে প্রাণ বাঁচালেন তাঁরা।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের
রশিদপুর গ্রামে।রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা।ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তড়িঘড়ি মন্ত্রী ও বিডিও কে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুত থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটে নি।প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে।আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী।ইতি মধ্যে বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে।কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থার দেখা মেলে নি।আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়।এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।