নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—– মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদযাপিত হলো মহা হুল দিবস।
মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের অমর শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা বীর সিধু ও কানু স্বরণে মহান “হল দিবস”পালিত হয়।এদিন শ্রদ্ধাজ্ঞাপন, আদিবাসী সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন ও প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হয় আদিবাসী সমাজের কৃষ্টি ও সংস্কৃতির মেল বন্ধন।আজ ৩০শে জুন বিশ্ব হুল দিবস। এই বিশ্ব হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হুল দিবস। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল বেলা বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন পালিত হয় হূল দিবস। এতদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ব্লক প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয় যা পাকুয়াহাট ডাকবাংলা মোড়ে অবস্থিত সিধু কানু প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হূল দিবস। তারপর বামনগোলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় হূল দিবস। এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব হুল দিবস। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়,সাবিনা ইয়াসমিন রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, নীতির সিংহানিয়া মালদা জেলা শাসক, সমর মুখার্জী বিধায়ক রতুয়া, রঞ্জিত সরকার চেয়ারম্যান রাজ্য উপদেষ্টা কমিটি, রেজিনা মুর্ম ু কর্মদক্ষ মালদা জেলা পরিষদ, পূর্ণিমা বাড়াই দাস কর্মদক্ষ মালদা জেলা পরিষদ,সহ অনন্যারা।