বালুরঘাট ব্লকের নলতার গ্রামের এক আদিবাসী মহিলা চরম দুর্দশা গ্রস্থ হয়ে বর্তমানে দিন কাটাচ্ছেন।

0
25

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট ব্লকের নলতার গ্রামের এক আদিবাসী মহিলা চরম দুর্দশা গ্রস্থ হয়ে বর্তমানে দিন কাটাচ্ছেন নাম দিদিমনি হেম্বরম। তার এক মেয়ে, এক ছেলে নিয়ে সংসার।বর্তমানে সে জটিল রোগে আক্রান্ত থাকায় অর্ধাহারে অনাহারে দিন পাড়ি দিচ্ছে পরিবার।
নলতাহার গ্রামে গিয়ে দেখা গেল ওই মহিলা প্রায় অর্ধাহারে এবং অনাহারে দিন কাটাচ্ছেন। শরীরে বাসা বেধেছে বিভিন্ন ধরনের মারন রোগ। এখনো পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য পান নি বলে দাবী পরিবার সহ পাড়া প্রতিবেশি দের। তার এক মেয়ে ও এক ছেলে, এবং সেও নাবালিকাও নাবালক। কিছুদিন আগে ওই আদিবাসী মহিলা অসুস্থতা জনিত কারণে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর সেখান থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি বাড়িতেই আছেন। কিন্তু কোন রকম কাজ না থাকায় চরম আর্থিক দুর্দশার মধ্যে পড়েছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন এরকম অবস্থা আর কিছুদিন চলতে থাকলে এমনিতেই তিনি মৃত্যু মুখে পতিত হবেন। এখন যদি অবিলম্বে সরকারি সাহায্য না পাওয়া যায় তাহলে যে কোনদিন তার মৃত্যু হতে পারে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিবার। তিনি আরো কি জানিয়েছেন তা আমরা শুনবো পরিবার ও গ্রামবাসী দের মুখ থেকে। একই পরিস্থিতি ওই গ্রামের এলাকা বাসি দের বলে যানা যায়।