বিজেপি মানুষের জীবন পরিবর্তনের রাজনীতি করে, কিন্তু বিজেপি নিজের নেতা কর্মীদের জীবন পরিবর্তনের রাজনীতি করে না : কল্যাণ চৌবে।

0
59

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মন কি বাত অনুষ্ঠান করেন তিনি। প্রতিবারের মতন ই তিনি এবারও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন  এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ এই মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মানিকতলা বিধানসভার বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে মহাশয় । পাশাপাশিতার দলের বিভিন্ন নেতা ও কার্যকর্তারা এই আনুষ্ঠানে অংশগ্রহন করেন।  দলের কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনলেন কল্যাণ চৌবে মহাশয় । প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পরে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তার কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে, বিজেপি মানুষের জীবন পরিবর্তনের রাজনীতি করে, কিন্তু বিজেপি নিজের নেতা কর্মীদের জীবন পরিবর্তনের রাজনীতি করে না। আমরা প্রতিনিয়ত বিজেপির হয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী মোদির হয়ে কাজ করছি। যাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে পারি। তিনি আরো বলেন উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে  তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে করে আমরা এই এলাকায় উন্নয়ন করতে পারি।