বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার বেলিয়াতোড় এর ফুলবাড়ী পাড়াতে বেশ কিছুদিন ধরে ইলেকট্রিক চলে গেলে পাড়ার মধ্যেই কিছু বাড়িতে ইলেকট্রিক থাকছে এবং কিছু বাড়িতে ইলেকট্রিক থাকছে না। এই সমস্যা বারবার স্থানীয় ইলেকট্রিক অফিসে জানানোর পরেও অস্বস্তিকর গরমে দুর্ভোগের শিকার এলাকাবাসী। শনিবার রাত্রে ইলেকট্রিক অফিসের সংলগ্ন পাড়া ফুলবাড়ীর বাসিন্দারা যখন অভিযোগ জানাতে যায় তখন দেখে ইলেকট্রিক অফিস তালা দেওয়া অফিসে কোন কর্মচারী নেই। এই দেখে বেজায় চটে যান স্থানীয়রা। রীতিমতো মহিলারা গেটের বাইরে থেকেই ডাকতে থাকে এবং তাদের সমস্যার কথা জানাই। বিক্ষোভকারীদের দাবি বাড়িতে ইলেকট্রিক নেই, একটা ফেজ কেটে গেলে সেটা লাগানোর কোন লোক নেই, এখানে ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। তিন ঘন্টা ধরে তারা এই অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকলেও সুরাহা কিছু হয়নি ।