নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের উত্তরপাড়া এলাকায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে এসে পৌঁছন কুঞ্জনগর বিটের বনকর্মীরা। ওই প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। এদিকে ওই প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।