কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদার রতুয়া হাই মাদ্রাসার পড়ুয়া সহ অভিভাবকরা।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদা–ভোটপর্ব মিটেছে সেই কবে। কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার এরই প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদার রতুয়া হাই মাদ্রাসার পড়ুয়া সহ অভিভাবকরা। স্থানীয়দের নিয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাই মাদ্রাসার সামনে। অবরোধকারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী অন্যত্র সরানোর দাবীতে বিক্ষোভ দেখান। পথ অবরোধ বিক্ষোভ চলে বেলা সাড়ে এগারোটা থেকে সাড়া বারোটা পর্যন্ত। ফলে এই অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। যদিও পরে পুলিশের আশ্বাস অবরোধ উঠে যায় বলে খবর।