কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ- প্রকাশ্য দিবালোকে মাথায় বন্দুক ঠেকিয়ে নবদ্বীপ থেকে কোচবিহারগামী একটি বেসরাকারি যাত্রীবাহী বাসে ডাকাতি। ওই ঘটনায় আহত ১ জন যাত্রী। ঘটনটি ঘটেছে পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি সংলগ্ন রাইস মিল এলাকায়। ওই ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্তপ্রতিম রায়, তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
জানা গিয়েছে,নবদ্বীপ থেকে কোচবিহার অভিমুখে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল। সেই সময় পুণ্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমঘর সংলগ্ন চৌপতি রাইস মিল এলাকায় ৪-৫ জনের ডাকাত দল গাড়িতে উঠে পরে। এরপর ফিল্মি কায়দায় বাসচালকের মাথায় বন্ধুক ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা। বাসের আরেক চালক অসিত পালকে ধারাল অস্ত্রের কোপ দেয় এবং তারপরই বাসে থাকা চার পাঁচটি ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই সেখান থেকে নেমে ছোট গাড়িতে করে পালিয়ে যায় ডাকাত দল। ওই ঘটনায় আহত অপর বাস চালককে গুরুতর জখম হয়েছেন অসিত পাল। বর্তমানে তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে উপস্থিত বাকি যাত্রীদের কোনও ক্ষতি করেনি বলে জানা গিয়েছে।