চন্দ্রকোনারোড কলেজে মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শিক্ষক ও ছাত্রছাত্রীদের।

0
47

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড গৌরবগুইন মেমোরিয়াল কলেজে প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের গত শনিবার থেকে চলে আসা অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে, সোমবার কলেজ খোলা হলেও সেই অবস্থান বিক্ষোভ শামিল রয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। সোমবার দুপুর নাগাদ কলেজের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের বেশকিছু দাবি-দাওয়া নিয়ে প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ।এইদিন ঘটনাস্থলে পৌঁছায় শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর কাছে পেয়ে ছাত্র-ছাত্রীদের টয়লেটে ভালো ব্যবস্থা নেই , আগাছালায় ভর্তি গোটা কলেজ চত্বর ক্লাস ঠিক মতন করে হয় না কলেজে সোশ্যাল সমস্ত অনুষ্ঠান বন্ধ। একাধিক অভিযোগ রয়েছে কলেজের প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে। এই অধ্যক্ষকে সরানোর দাবি নিয়ে মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীদের শিক্ষক মন্ডলীর। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।