দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ।

0
21

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারি সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার পিএসইউ ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেশের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ। এনটিএ-এর নেওয়া নিট এবং ইউজিসি-নেট পরীক্ষাকে কেন্দ্র করে যে ‘কেলেঙ্কারির’ অভিযোগ উঠেছে, তাতে দুর্নীতির অভিযোগ তুলে এ দিন জেলা শাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয় পি এস ইউ এর পক্ষ থেকে। সংগঠনের অভিযোগ মোদী সরকারের আমলে বিগত কয়েক বছরে এই ধরনের প্রায় ৪২ টি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি হবার ফলে বহু ছাত্র-ছাত্রী সমস্যায় পড়েছে আগামী দিনে এই সমস্ত ছাত্র-ছাত্রী দের সঠিক ব্যবস্থার পাশাপাশি এই ধরনের দুর্নীতি আগামী দিনে যাতে না হয় তার জন্য সঠিক পরিকল্পনা সরকারকে নিতে হবে। যদি আগামী দিনে পরিকল্পনা মাফিক পরীক্ষা না নেওয়া হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।