কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোষ্টার মারলো স্থানীয় গ্রামবাসীরা।

0
27

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্লকের বৃন্দাবনচক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোষ্টার মারলো স্থানীয় গ্রামবাসীরা।সেই পোষ্টারে লেখা “ছি: তৃণমূল ছি: জোর করে পার্টি অফিস করলো কেন জবাব দাও”। মূলত অভিযোগ কৃষ্ণনগর গ্রামে শঙ্কর মাইতির জমির সামনেই গত বছর দুয়েক আগে তৃণমূলের পার্টি অফিস করা হয়।কিছুদিন আগে সেচ দপ্তরের আধিকারিকেরা ভেঙে দেওয়া হয়।পরে আবারো সেই স্থানে তৃণমূলের পার্টি অফিস করা হয়।শঙ্কর মাইতির বাবা হরিপদ মাইতি অভিযোগ করেন,যেখানে পার্টি অফিস হয়েছে,সেটা তাদেরই দখলিকৃত জায়গা ছিলো।পার্টি অফিসের পাশেই তাদের কৃষিজমি।জোরজবরদখল করে পার্টি অফিস বানানো হয়।তাদের জমির সামনের অংশই ঘেরে দেওয়া হয়েছে।জোর করে দখল করা হয় গ্রামের পঞ্চায়েত সদস্য প্রনয় চক্রবর্তীর উপস্থিতিতেই।তবে আজ হরিপদ মাইতির পরিবারের লোকজন ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে বেশকিছু ফেস্টুন টাঙানো হয় পার্টি অফিসের সামনে।অবিলম্বে পার্টি অফিস সরিয়ে দিয়ে দখলকৃত জমি মুক্ত করতে হবে।তবে এ বিষয়ে কোলাঘাটের তৃনমূল নেতা অসীম মাজি জানান,বিষয়টি পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ ছিলো।তবে জমিতে যাতায়তের জায়গা রাখা অবশ্যই উচিত বলে জানান অসীম বাবু।তবে বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখবো।তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিন্দা করা হয়।প্রয়জনে হরিপদ বাবুদের পাশে থাকবেন বলে জানান।