বাবা এক সামান্য সবজি বিক্রেতা, নুন আনতে পান্তা ফুরোয় – অনূর্ধ্ব ১৯ বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে সুযোগ পেলো ছেলে।

0
43

নিজস্ব সংবাদদাতা, মালদা:– বাবা এক সামান্য সবজি বিক্রেতা। পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। মালদার চাঁচলের এমনই এক পরিবারের ছেলে একই সঙ্গে অনূর্ধ্ব ১৯ বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে নজর কাড়ল সকলের। মালদার উদীয়মান ওই ক্রিকেটারের নাম এজাজউদ্দিন। বর্তমানে সে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়ি চাঁচলের নজরুলপল্লী এলাকায়। বাড়ি বলতে এক চিলতে ভাঙাচোরা টিনের ঘর। সেই ঘরের ছেলে এজাজউদ্দিন ছোটো থেকে টিভিতে মহেন্দ্র সিং ধোনীর খেলা দেখে বড়ো হয়েছে। এবং মনে মনে একজন বড়ো ক্রিকেটার হয়ে স্বপ্ন দেখেছে সে। সেই স্বপ্নই এখন আংশিক পূরণ হতে চলেছে। চাঁচলের উদীয়মান ক্রিকেটার এজাজউদ্দিন একই সাথে অনূর্ধ্ব ১৯ বাংলা দলে এবং পূর্ব রেলের ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছে। তাই এই সুযোগপ্রাপ্তিতে ভীষণ খুশি সে।