বালুরঘাটের কালাইবাড়ির রাস্তার বেহাল দশা।

0
18

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ২ জুন – বালুরঘাটের কালাইবাড়ির রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে খানা খন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনায় পড়ছে অটো,টোটো,সাইকেল, মটর সাইকেল সহ সাধারণ পথ যাত্রীরা। প্রতিদিনের দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে কালাই বাড়ি, লাল মাটি সহ ডাঙ্গীর গ্রামবাসীরা। বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ির রাস্তাটি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত দুই কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ি, লালমাটি,ডাঙ্গী, হয়ে বাংলাদেশ সীমান্ত বি এস এফ ক্যাম্প পর্যন্ত গিয়েছে। মূল রাস্তা থেকে বেড়িয়েছে আরো অন্তত সাতটি গ্রামের রাস্তা। কয়েক বছর ধরে পাকা রাস্তার সংস্কার না হওয়ায় প্রায় ছাত্র ছাত্রী, সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে। জানাযায় ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য দ্বারা পরিচালিত। তার আগে দশ বছর তৃণমূল শাসন করেছে। কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায়, প্রভাস রায় বলেন আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম। বিডিও, এসডিও অফিসের উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে। কিন্তু রাস্তা সংস্কার হয়নি। এদিকে পঞ্চায়েতে যোগাযোগ করলে কর্তারা জানায় রাস্তাটি পঞ্চায়েত সমিতির থেকে করার কথা। আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়েছি বিডিওকে।