সন্নিধির জন্মদিনে গান্ধী আশ্রমে গাছ লাগিয়ে জন্মদিন পালন করলো পরিবার।

0
20

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- গ্রীষ্মের দাবানলে পুড়ছে শহর থেকে গ্রামাঞ্চল। বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তির পথ গাছ লাগানো। আর সেই অভিনব উদ্যোগ নিল অধিকারী পরিবার। মেয়ে জন্মানোর সময় মুখ কুঁচকে যায় পরিবারের। সকলেই আশা করে একটা পুত্র সন্তানের। সেখানে মহিষাদলের এক্তারপুরের অধিকারী পরিবার তাদের মেয়ের জন্মদিনে মহিষাদল শিশু সদন গান্ধী আশ্রমে শতাধিক গাছ লাগিয়ে পালন হলো পাঁচ বছরের জন্মদিন। গান্ধী আশ্রমে দুস্থ ছেলেদের সাথে একসঙ্গে এই জন্মদিন উদযাপন করল পরিবার। প্রতিটি বাড়িতে জন্মদিন পালন হয় নিজের বাড়িতে হইহুল্লোড় আড়ম্বরের সঙ্গে। সেখানে একটু ভিন্ন ভাবে ছোট ছোট বাচ্চাদের দিয়ে গাছ লাগিয়ে জন্মদিন পালন করল অধিকারী পরিবার। আমরা জানতে পারি পিতা বিশ্বরূপ দাস অধিকারী ও মাতা মোনালিসা দাস অধিকারী কাছ থেকে ২০১৯ সালে যখন প্রথম সান্নিধি তাদের কোল আলো করে এসে ছিল তখনো সেই আনন্দে তারা লাগিয়ে ছিল শতাধিক ফলের গাছ।