হকার জোন না করেই হকার উচ্ছেদের বিরোধিতা করে কয়েক দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।

0
20

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-হকার জোন না করেই হকার উচ্ছেদের বিরোধিতা করে কয়েক দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় এসইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটির তরফে,বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে। গরিব হকারদের স্বার্থে প্রশাসন যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রাখা হয় এসইউসিআই শহর বর্ধমান লোকাল কমিটির তরফে। তাদের দাবিগুলি ছিল, বিকল্প ব্যবস্থা করে না করে হকার উচ্ছেদ করা যাবে না। অবিলম্বে হকার জোন করতে হবে। সমস্ত হকারদের পরিচয় পত্র দিতে হবে। টাউন ভেন্ডিং কমিটিতে সমস্ত হকার সংগঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির প্রতিনিধি রাখতে হবে। ২০১৪ জাতীয় হকার আইন লাগু করতে হবে সহ অন্যান্য আরও কিছু দাবি। এসইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটির সদস্য ঝর্ণা পাল বলেন, আমরা কয়েক দফা দাবি জানিয়ে বর্ধমান উত্তর মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলাম। ভোটের একমাস পেরুতে না পেরেতেই গরিব হকারদের যেভাবে নির্বিচারে উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমাদের অনুরোধে মঙ্গলবার হকার উচ্ছেদ বন্ধ রাখা হয়েছে। আপাতত স্থগিত থাকছে হকার উচ্ছেদ। আমরা আশা রাখব নিশ্চয়ই প্রশাসন সবদিক বিচার বিবেচনা করে হকার উচ্ছেদ কর্মসূচি করবে।