খাদ্য দপ্তরের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে রমরমিয়ে চলছে বেশকিছু বিরিয়ানির দোকান।

0
18

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :-  খাদ্য দপ্তরের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে রমরমিয়ে চলছে বেশকিছু বিরিয়ানির দোকান।এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে।

সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গঙ্গারামপুর শহরে অভিযান চালায় খাদ্য দপ্তর,ক্রেতা সুরক্ষা দপ্তর,স্বাস্থ্য দপ্তর ও বৈধ পরিমাপ দপ্তর।

এদিন নিউ মার্কেট,বড়বাজার ও শহরের প্রাণকেন্দ্র চৌপথী এলাকায় অবস্থিত মিষ্টির দোকান,দই,এবং বিরিয়ানির দোকানে হানা দেন আধিকারিকরা। খতিয়ে দেখেন খাবারের গুনগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এদিন অভিযান চালিয়ে শহরের একাধিক মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পদ্ধতিতে মিষ্টি তৈরি এবং অপরিচ্ছন্নতা লক্ষ্য করেন আধিকারিকরা।পাশাপাশি অভিযান চলাকালীন মিষ্টির দোকানের ফ্রিজে ডেট উত্তীর্ণ খাবারের প্যাকেট উদ্ধার করে আধিকারিকেরা।

সেইসঙ্গে দেখা যায় চৌপথি এলাকায় খাদ্য দপ্তরের অনুমতি ছাড়াই কয়েক মাস ধরে চলছে বিরিয়ানির দোকান। এমতো অবস্থায় সাধারণ মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে উচ্ছে প্রশ্ন।এদিনের অভিযান থেকে দোকানদারদের জরিমানা না করা হলেও সতর্ক করা হয়।
সেই সঙ্গে বেশ কিচ্ছু দোকান থেকে ডিজিটাল পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করে পরিমাপ দপ্তর।

এই বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিৎ রাহা ও বৈধ পরিমাপ দপ্তরের আধিকারিক সম্রাট সরেন জানান।