দিন কয়েকের প্রবল বর্ষণে আত্রেয়ী নদী বাঁধে ধ্বস নেমেছে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায়।

0
16

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিন কয়েকের প্রবল বর্ষণে আত্রেয়ী নদী বাঁধে ধ্বস নেমেছে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায়। অপরদিকে প্রবল বর্ষণে ক্রমাগত বেড়ে চলেছে আত্রেয়ী নদীর জল। ফলে যে কোন মুহূর্তে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশ দিয়ে নদী জল ঢুকে প্লাবিত করতে পারে বিস্তীর্ণ এলাকা। মায়ামারির ভৈরবীতলা এলাকার কাছেই আত্রেয়ী নদী বাঁধের ওই ভাঙ্গা অংশ দিয়ে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সহ বালুরঘাট পৌরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। অপরদিকে বাঁধ ধ্বসের খবর পেয়ে ঘটনাস্থল খুঁজে দেখতে আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা। বালুরঘাট সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুশ মিশ্র জানান, ঘটনাস্থল দেখে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়েছি। অর্থ বরাদ্দ হলেই, দ্রুত কাজ শুরু করা হবে।