পুনর্ভবা নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা বাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে।

0
31

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুনর্ভবা নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা বাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে। উত্তরে ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজ্রাপুকুর, বাসইর, সুথল, জিগাতলী, গোপীনাথপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এভাবে যদি আর কয়েক ঘন্টা বৃষ্টি হয় বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ এর কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু সমস্যা সমাধান হয়নি আজও নদীর জল বাড়লেই রীতিমতো আতঙ্কে পরিবেশ তৈরি হয় এমনকি অন্যান্য এলাকা থেকে এই ১০-১২টি জাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি এই দপ্তরের আধিকারিক কিংবা কর্মীদের সারা বছর দেখা যায় না জল বাড়লেই দপ্তরের কর্মীরা আসে। পুনর্ভবা নদীর ধার দিয়ে বাঁধ নির্মাণ না করার ফলে প্রতিবছরই বিস্তীর্ণ এলাকার মানুষদের বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা যায়।