কোলাঘাট ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগ মৎস্যজীবীদের ওয়েট মেশিন এবং মাছ রাখার বাক্স প্রদান,উপস্থিত মৎস মন্ত্রী ।

0
25

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মৎস্যজীবীদের তাদের ব্যবসার ক্ষেত্রে আরো উৎসাহ গড়ে তুলতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে এলাকার মৎস্যজীবীদের একটি করে ওয়েট মেশিন এবং মাছ রাখার একটি করে বাক্স প্রদান করা হয়, জানা গিয়েছে এই দিন প্রায় ৭০ জন মৎস্যজীবীর হাতে তুলে দেওয়া হয় ওয়েট মেশিন এবং মাছ রাখার বাক্স, মূলত তাদের ব্যবসার ক্ষেত্রে আরো সুবিধা আনার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিডিও অর্ঘ ঘোষ,মূলত কোলাঘাট নদীমাতৃক এলাকা, তাই এখানে সব থেকে বেশি মৎস্য চাষির, বিভিন্নভাবে মৎস্য চাষীদের তাদের নানান সামগ্রী প্রদান করা হয় মৎস্য দপ্তরের তরফে, এবার মৎস্যজীবীদের আরো উৎসাহ করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, তবে মৎস্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা ।