জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম্য এলাকায় আরো দ্রুত ও সঠিক কাজের লক্ষ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক।

0
18

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম্য এলাকায় আরো দ্রুত ও সঠিক কাজের লক্ষ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক। প্রত্যেক ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য আধিকারিকরা।
মূলত গ্রামের যে সমস্ত উন্নয়নমূলক কাজ যেমন স্যানিটেশন, পানীয় জলের সু-ব্যবস্থা, পথশ্রীর রাস্তা, আইসিডিএস, কর্মশ্রী প্রকল্প, সোশাল পেনশন সহ বিভিন্ন প্রকল্পের কাজ কোথাও ঘাটতি থাকলে তা সতর্ক করা, সময়ের মধ্যে কাজ শেষ করা নির্দেশ এছাড়া যদি কোন কাজে গাফিলতি বা দুর্নীতির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এফআইআর- এর কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানালেন জেলাশাসক নিতিন সিংহানিয়া।