নিজস্ব সংবাদদাতা, মালদা,৪ জুন :- বর্ষার মরশুমে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে জমেছে কাদা। ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
গত কয়েকদিন ধরে পরিত্যক্ত খবরের কাগজ ও অন্যান্য আবর্জনা মিলেমিশে বৃষ্টির জলে তৈরি হয়েছে কাদা। এতটাই কাদা জমেছে যে সাধারণ মানুষের চলাচল করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পায়ে হেঁটে ওই কাদার উপর দিয়ে কেনাবেচা করতে পারছেন না আমসহ অন্যান্য ফল বিক্রেতারা। কাদার জন্য ক্ষতির মুখে পড়ছেন কাঁচা ফল ব্যবসায়ীরা।
এক ফল বিক্রেতা নজরুল শেখ অভিযোগ তুলে বলেন,বাজার কমিটির পক্ষ থেকে কাদা ও আবর্জনা পরিষ্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয় না। কাদার জন্য ক্রেতাদের সংখ্যা কম। আমের মরসুমে ক্ষতির মুখে পড়ছেন আম বিক্রেতারা। ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার কমিটিকে বারংবার আবেদন জানানো হলেও কাদা পরিষ্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। মালদা জেলা নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম কুমার সাহা জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বারবার বাজার কমিটিকে জানানোর পরও বাজার পরিষ্কার এর উদ্যোগ গ্রহণ করা হয়নি। গত কয়েকদিন ধরে এক হাঁটু কাদা জমেছে বাজারের বিভিন্ন প্রান্তে। কাদার ভয়ে ক্রেতাদের সংখ্যাও কম। ক্ষতির মুখে পড়ছেন কাঁচা ফল ব্যবসায়ীরা। বাজার কমিটি থেকে কাদা পরিষ্কারের উদ্যোগ না নিলে আগামী দিনে নিজেরাই কাদা পরিষ্কারের সিদ্ধান্ত নিবেন তারা।
তবে এই বিষয়ে বাজার কমিটির কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Home রাজ্য উত্তর বাংলা বর্ষার মরশুমে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে জমেছে কাদা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা।