দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন নিয়ে কর্তৃপক্ষকে আক্রমণ করলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিকাঠামোগত সমস্যাগুলি তুলে ধরেন বিধায়ক।
জানা গিয়েছে, বছর কয়েক আগে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। তবে নিজস্ব বিল্ডিং না থাকায় প্রথমে এটি বালুরঘাট শহরের চকভবানী এলাকায় একটি ভাড়া বাড়িতে চলত। পরবর্তীতে আবার বালুরঘাট গার্লস কলেযে চলত বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এবং কার্যালয়। এমূহূর্তে সেই বিশ্ববিদ্যালয় আবার অস্থায়ীভাবে স্থানান্তর হয়েছে একটি বেসরকারি বি এড কলেজ বিল্ডিংয়ে। এদিন এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিধায়ক অশোক লাহিড়ী।
Home রাজ্য উত্তর বাংলা বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন নিয়ে কর্তৃপক্ষকে আক্রমণ করলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী।