মক ড্রিল অনুষ্ঠিত হয় ভূতনীর কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গানদীর ঘাটে।

0
18

নিজস্ব সংবাদদাতা, মালদা—–আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে জেলা প্রশাসন তরফে, মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এক মক ড্রিল হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে । এদিন মক ড্রিল অনুষ্ঠিত হয় ভূতনীর কেশরপুর পুলিশ ক্যাম্প ও কেশরপুর গঙ্গানদীর ঘাটে।এদিন গঙ্গা ঘাটে প্রথমে গ্রামবাসীদের দেখানো হয় কি ভাবে জলে ডুবলে উদ্ধার করা হয়।এছাড়াও পুলিশ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড সহ অন্যান্য আপৎকালীন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় তা বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মিলে মক ড্রিলে তুলে ধরেন। এছাড়াও সিভিল ডিফেন্স ও এনডিআরএফ-এর পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যা পরিস্থিতিতে কি করণীয় রয়েছে সেই ব্যাপারে সর্বসাধারণকে সচেতন করেন। এদিনের এই মক ড্রিল চলাকালীন হাজির ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী। তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ঝালিয়ে নিতে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই তারা এই মক ড্রিল করলেন। এরফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।